রবী ঠাকুরের ব্রজেশ্বর চরিত্রঃ আজকের সমাজ

Dec 14, 2020 | ফেসবুকের পাতা থেকে | 0 comments

Post View : 8
 

‘…..পুকুর থেকে উঠে বাগানের রাস্তা দিয়ে ব্রজেশ্বর এমন ভঙ্গীতে হাত বাঁকিয়ে চলত যেন কোনোমতে বিধাতার এই নোংরা পৃথিবীটাকে পাশ কাটিয়ে চলতে পারলেই তার জাত বাঁচে’।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ছেলেবেলা’ গল্পের ‘ব্রজেশ্বর’ চরিত্রের মতো আমাদেরও এ পৃথিবীর নোংরা দিকগুলোকে পাশ কাটিয়ে চলতে ইচ্ছে করে মাঝে মাঝে।

ঘরে বাইরে অসংগতি, অবিবেচকদের রাস্তা দখল করা পার্কিং, সময়জ্ঞানের অভাব, বিহ্যাবিয়েরাল ননসেন্সিক্যাল এটিচিউড, প্রচন্ড স্বার্থবাজি লোভী দৃষ্টিভঙ্গি, হিংসুটে সংকীর্ণতা, ভার্চুয়াল আর একচুয়াল পরশ্রীকাতরতা, বুদবুদসম সুনামের পেছনে কীর্তিকর্ম, অমূলক, অযৌক্তিক দম্ভ-অহংকার আর অন্যদিকে মূল দায়িত্বে চরম অবহেলা-এড়িয়ে চলা- এসব দেখে ব্রজেশ্বর চরিত্রের এ বিশেষ দিককে মনে পড়লো- মনে পড়লো escapism হয়তো এ সময়ে পুনঃপ্রচলন হবে!

Shakespeare এর একটি কথার ironyর বৈপরীত্য এখনো ভোগায়:
‘Speak less than you know
Have more than you show.’

সেলুকাস!