তোমার সন্ধানে, হে প্রভু

Oct 20, 2020 | কবি ও কবিতা | 0 comments

তোমার সন্ধানে হে প্রভু!

তোমার সৃষ্ট স্বর্গকে কাছে পেতে
অনন্ত জীবন, দীর্ঘ যৌবনের বাসনায় নয়;
তোমাকে পাওয়ার তরে হে প্রভু
তোমার সন্ধানে ছোট্ট মরণও যেন হয়…

তোমার কাছে, অর্থ-বিত্ত-ঐশ্বর্য-স্তুুপের
কিংবা সুসামাজ্যের প্রার্থণা কভু নয়,
না চাইতেই পেয়েছি যেসব,
যে ধন, যে ক্ষণ;
সারাবেলা মোর কৃতজ্ঞচিত্ত যেন হয়।

সৃষ্টের তরে কর্তার এমন অফুরান দয়ায়
বিস্মিত মনের পুনঃ পুনঃ বিস্মিত বিস্ময়;
তোমার দয়ায় ছোটতরীরও অকুলপাড়ি হয়,
তার শুকরানে মোর কৃতার্থ নয়ন সদা অশ্রুময়।

তোমার রহমের, সুষমার-অশেষ অপরূপ-রূপ
কে করবে মাপ, কে বা করবে নির্ণয়?
কে লিখবে পদ্য, কে গাইবে ছন্দময়?
হে দয়াময়, মরণ যেন তব সন্ধানেই হয়…

 


মোঃ নাজিম উদ্দিন

২০ অক্টোবর ২০২০

লেখাটি লিখেছেন