তবুও স্বপ্ন নিয়ে..

Nov 19, 2021 | কবি ও কবিতা | 0 comments

Post View : 5
 

তবুও স্বপ্ন নিয়ে..

প্রচন্ড রোদে ঝলসে যাওয়া চামড়ায়
প্রচন্ড শীতে বেরং হওয়া চেহারায়,
প্রচন্ড বৃষ্টিতে ভেজা দেহে সতেজতার আশায়,
প্রচন্ড কষ্টে থেকেও মুক্তির বাসনায়
আমরা কখনো স্বপ্নকে দিইনা বিদায়।

শত ব্যথার ইতিহাস জমে থাকে দেহে
শত যন্ত্রণা চেপে রাখে এ অদেখা মন!
সহস্র দুঃখের যবনিকাপাত হবার আশায়
অজুত বিশ্বাসঘাতীকে এ হুদয় ভাবে আপন।

সৈকতের অশেষ বালুকণার সংখ্যাকে ছাড়িয়ে
নক্ষত্রের অগণিত, অজানা সংখ্যা চেয়েও বেশি
হৃদয়ভাঙ্গার কুটার নিয়ে আহত করে এ হৃদয়;
তবুও তাদের সব কালো দাগ ভুলে
তবুও তাদের দেয়া দুঃখ বেদনা ভুলে
হতাশার তিমির ভুলে দেখি আশার অরুণোদয়।

সমস্ত হতাশা ভুলে, অবিশ্বাস, প্রতারণা ভুলে
সহস্র ব্যথা মনের কোণে না রেখে স্মরণ,
স্বপ্নের জীবন গড়ার এক স্বপ্নিল রাজ্যে তাই
তবুও স্বপ্ন নিয়ে আমার যাত্রার অগ্রসরণ।


মোঃ নাজিম উদ্দিন
নভেম্বর ১৪, ২০২১