কবিতা

Mar 21, 2021 | নতুন কিছু | 0 comments

কবিতা

—-

কবিতা, সে তো বর্ণপালের ব্যঞ্জনা-
কবির মুখের কথার রূপ ছায়া;
কবিমনের ব্যথার কথা সকল,
হর্ষ, দুঃখ কিবা হৃদয়ের আলপনা।

কবিতা, সে যে ছন্দ, মন্দ সব-
ছন্দে কখনো অমিত্র কিছু অক্ষর
কখনো রৌদ্রে, কখনো বরষণে
দিগন্তে অবাধ পাখির কলরব।

কবিতা, শুধু আবেগ নয় বেগ-
কখনো প্রণয় কথন, কিবা বিরহ
মাঝে মাঝে প্রতিবাদমুখর রক্তবর্ণ
কখনো কল্প, কিংবা গল্প বা উদ্বেগ।

কবিতা, সে চপলা নয়না হিন্দোল
ঢেউয়ে তটিনী, সবুজ উচ্চ হিমালয়;
কখনো স্বপ্নে, জাগরুক তাল লয়-
কখনো জলধির অবিরত হিন্দোল।

কবিতা, ব্যক্ত ভাবের অযুত কর্ণকুহর
অবেলায় যেন বিকশি মনন কাব্য;
হয়তো প্রিয়, হয়তো কখনো অশ্রাব্য
হতাশভূবে আশানিয়া প্রভাত প্রহর।


মোঃ নাজিম উদ্দিন
২১ মার্চ ২০২১

লেখাটি লিখেছেন