আত্মপরিচয়

May 1, 2021 | কবি ও কবিতা | 0 comments

আত্মপরিচয়

চিনতে পারিনি, কে মোর সুহৃদ
কে বা শত্রু মিত্র,
চিনিতে পারিনি মিছে মায়ার ভরা
ভবের জীবন চিত্র।

চিনতে পারিনি আজ বা কাল
চিনিনি সময়, জীবন,
তবুও বেলা কেটেছে হেলায়
চিনিনি যে সঞ্জীবন।

হেলার ভেলায় কাটিয়ে বেলা
এসেছি অনেক দূর,
হয়তো যাত্রা থামবে সে ঘাটে
থামবে জীবন রুদ্দুর।

রঙের ভুবনে সঙ সেজেছি
ভুলেছি আসল নকল,
দৌড়েছি মিছে, মরীচিকার পিছে
চিনিনি মায়ার ছোবল।

পেছন ফিরে তাকাই আর ভাবি
এ কী ভুলের সেকাল!
ভাবিনি আসছে ভবের বিচার
ঘোষিত সে পরকাল।

হৃদয় মাঝে ঘোর ভুলে দেখি
নেই যে কোন সঞ্চয়,
কোন কালেই নেই কোন উপায়
তুমি না হলে সদয়।

তোমার দয়ার সীমা নেই জানি
বাঁচাও ডুবন্ত আমায়,
তোমার করুণায় রেখো দু’কূল
রেখো দয়ার জিম্মায়।


মোঃ নাজিম উদ্দিন

 

লেখাটি লিখেছেন