Home কবি ও কবিতা প্রকৃত প্রেম অশ্রুময়, কাঁদুনে

প্রকৃত প্রেম অশ্রুময়, কাঁদুনে

51

প্রকৃত প্রেম অশ্রুময়, কাঁদুনে

——–

কিছু প্রেম হাসির আধিক্যে নয়,
বরং কান্নার প্রাচুর্যেই শাশ্বত;
সে প্রেমে ঠোঁটের উচ্ছাসের চেয়েও
নয়নের জলে আনন্দিত।
সে প্রেম জনবহুলতার চেয়েও একাকী

নির্জনে নির্বাসনে নিমগ্ন;
সে প্রেম তাই বক্তা না করে
ভাবুক বানায় প্রেমাস্পদকে।

প্রকৃত প্রেম ঐহিক নয়,
বরং অনেকাংশে ঐশিক।
আশেকে- মাশুকে হয়না
সাক্ষাত সদা তবু যেন
দু’জন, দু’জনে, একীভূত।

সেই কবি সেদিন সততই বলেছিল
‘বাঁশের বাশির সুর করুণ কেন?
বাঁশের কঞ্চিটি তার মূলের জন্য, শেকড়ের জন্য কাঁদে, বিরহে।
সে ফিরে যেতে চায় তার আত্মার আত্মীয়ের কাছে’
যেমনটি আমাদের সত্ত্বাও,
লওহে মাহফুজের মূল উৎসমূলে
ফিরে যেতে বিরহী এ ছায়াসৃষ্টি, রূহ।
সৃষ্টিমূলের বা আসলের দিকে
চূড়ান্তভাবে ফেরার, ফিরে যাওয়ার
যেন এক প্রকৃত মাধ্যাকর্ষণ।


মোঃ নাজিম উদ্দিন

nazim3852@gmail.com

২৮/১০/২০১৬

51 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version